Posts

কল _সেন্টার_এর সেই মেয়েটি

Image
  - উহু রে আবার আজকে টাকা কেঁটে নিছে... সালার সিম কোম্পানি গুলো কী ইদানিং আমার থেকে ও বড় ফিইন্নি হয়ে গেছে নাকি... কত চিল্লাই চিল্লাই ৫০ টাকা আব্বার কাছে থেকে নিয়ে আসলাম.. আর ২৫ মিনিটের মধ্যে তিনটা এস এম এস দিয়ে সব কেঁটে নিয়ে.. আর অবোলার মতো ৪ টাকা ব্যালেন্স এ পড়ে আছে... মেজাজটা কেমন লাগে এখন.. এই চার টাকা দিয়েই সব গুলারে বাঁশ দিমু... এই দিকে মিনিমান একশো টাকা এমনে চলে গেছে... আগে দুই চার টাকা করে যেত কিছু বলিনাই... তাই বলে এইবার পুরোটাই নিবে সেটা তো মানা যায় না। দিলাম ফোন ১২১ এ... মনে মনে বলতেছি সালার খালি ধর ফোনটা একবার। - জ্বী স্যার কেমন করে আপনাকে সাহায্য করতে পারি । - ওরে সালা... কী সুন্দর ভয়েজ মেয়েটার, ভয়েজ টয়েজ এ দিকে পড়লে হবে না... টাকা গুলার প্রতিশোধ নিতে হবে। - আপনার নাম কী? - সরি স্যার... আপনি শুধু আপনার সমস্যার কথা টাই জানাতে পারবেন। - ঐ ছেমড়ি ভালোই ভালোই নাম বাতাও.... না হলে কিন্তুু...। - সরি স্যার.... নাম বলতে পারবো না। - ওহহহহহহ.... আচ্ছা আপু আমি কারো নাম না শুনলে কথা বলতে পারি না... তাই আগে নামটা বলুন। - ঠিকআছে স্যার ... আমি ই

শুনতে কী পাও ? : Aboutme

শুনতে কী পাও ? : Aboutme :   H ey, this is my homepage, so I have to say something about myself. Sometimes it is hard to introduce your self because you know yourself ...

নিবারন চক্কোত্তির মাংস নিয়ে সে এক মজার কাহিনি ...

Image
  আম্মু একজনের বাসায় মাংস দিতে পাঠাইছিলো  । অন্য এলাকায়। আমি মাংস দিয়ে খালি ব্যাগ হাতে নিয়ে ফিরছিলাম। রাস্তার পাশে এক বাড়ির গেট খুলে এক আঙ্কেল হাত ইশারায় আমাকে ডাক দিলো। আমি উনার কাছে যেতেই দুই টুকরো মাংস আমার ব্যাগের মধ্যে ছুড়ে দিয়ে গেট আটকায়া দিলো। আমি কিছু বলারও সুযোগ পাইলাম না।  তাহমিদশাহরিয়ার    আশেপাশে ভালোভাবে খেয়াল করে শিওর হলাম, আল্লাহ বাঁচাইছে। কেউ দেখেনাই। ব্যাগের মধ্যে আড়চোখে তাকায়া দেখি দুইটাই হাড্ডি। শালা খচ্চর আর কারে কয়। নিজেরা যা খাইতে পারবে না সেইগুলা দিচ্ছে। যাই হোক, এখন আমার অবস্থা শাকিব খানের বউ অপু বিশ্বাসের মত। আব্রাম খান জয় হলো আমার মাংসের টুকরা। এই টুকরা দুইটা নিয়ে এখন আমি কি করবো! . বাসায় নিয়ে গেলে তো মানসম্মান পুরাই শেষ। আইডিয়া আসলো। মাংস কুড়াচ্ছে এরকম একজন দরিদ্র ব্যক্তিকে দেখে দান করে দিলেই তো হয়। সেক্ষেত্রে অবশ্য সওয়াব আমার হবে নাকি যে আঙ্কেলের মাংস তার হবে, এইটা শিওর না। আমি আশেপাশে ভালোভাবে চেয়ে দান করার মতো কাউকে খোজার ট্রাই করলাম। ইয়েস, পেয়েছি। এক মহিলা আসতেছে ব্যাগ হাতে। আধাকেজি মত মাংস অলরেডি তুলে ফেলেছে। আমি তার কাছে গিয়ে ব্য

Aboutme

Image
  H ey, this is my homepage, so I have to say something about myself. Sometimes it is hard to introduce your self because you know yourself so well that you do not know where to start with. Let me give a try to see what kind of image you have about me through my self-description. I hope that my impression about myself and your impression about me are not so different. Here it goes.