কল _সেন্টার_এর সেই মেয়েটি

- উহু রে আবার আজকে টাকা কেঁটে নিছে... সালার সিম কোম্পানি গুলো কী ইদানিং আমার থেকে ও বড় ফিইন্নি হয়ে গেছে নাকি... কত চিল্লাই চিল্লাই ৫০ টাকা আব্বার কাছে থেকে নিয়ে আসলাম.. আর ২৫ মিনিটের মধ্যে তিনটা এস এম এস দিয়ে সব কেঁটে নিয়ে.. আর অবোলার মতো ৪ টাকা ব্যালেন্স এ পড়ে আছে... মেজাজটা কেমন লাগে এখন.. এই চার টাকা দিয়েই সব গুলারে বাঁশ দিমু... এই দিকে মিনিমান একশো টাকা এমনে চলে গেছে... আগে দুই চার টাকা করে যেত কিছু বলিনাই... তাই বলে এইবার পুরোটাই নিবে সেটা তো মানা যায় না। দিলাম ফোন ১২১ এ... মনে মনে বলতেছি সালার খালি ধর ফোনটা একবার। - জ্বী স্যার কেমন করে আপনাকে সাহায্য করতে পারি । - ওরে সালা... কী সুন্দর ভয়েজ মেয়েটার, ভয়েজ টয়েজ এ দিকে পড়লে হবে না... টাকা গুলার প্রতিশোধ নিতে হবে। - আপনার নাম কী? - সরি স্যার... আপনি শুধু আপনার সমস্যার কথা টাই জানাতে পারবেন। - ঐ ছেমড়ি ভালোই ভালোই নাম বাতাও.... না হলে কিন্তুু...। - সরি স্যার.... নাম বলতে পারবো না। - ওহহহহহহ.... আচ্ছা আপু আমি কারো নাম না শুনলে কথা বলতে পারি না... তাই আগে নামটা বলুন। - ঠিকআছে স্যার ... আ...